
কলেজ পরিচিতি
মৌকরণ বদরপুর,লেবুখালী,পাঙ্গাশিয়া ডিগ্রি কলেজটি ১৯৮৪ খ্রিস্টাব্দে বিশিষ্ঠ শিক্ষাবিদ,শিক্ষা বিস্তারের পথিকৃৎ মরহুম অধ্যক্ষ মরহুম আবদুল মালেক আখন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে পটুয়াখালী শহর থেকে ৬ কিঃমিঃ উত্তরে ছায়া সুনিবিড় স্নিগ্ধ পরিবেশে অত্র কলেজটি অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের কলেজটি আজ বিভিন্ন দিক থেকেই সাফল্যের দ্বার প্রান্তে। আমাদের রেজাল্ট যেমন দিনে দিনে আলোড়ন তুলছে সর্ব মহলে,তেমনি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর কাছে অত্র কলেজটি একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে গ্রহনযোগ্যতা পেয়েছে।
অভ্যন্তরীন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকান্ড ও কর্মসূচীতে কলেজ অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে অত্রাঞ্চলের মানুষের মধ্যে এসেছে চাঞ্চল্যতা। যাদের কর্ম প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি আজ মহীরুহে পরিণত হয়েছে তাদের অনেকেই ইহধামে না থাকলেও তারা সকলের মাঝে বেচেঁ থাকবে যুগ যুগান্তর।
College at a Glance
College at a Glance Page
College name : | Moukaran B.L.P Degree College |
College Website : | www.mblpdc.edu.bd |
Established on : | |
Institute Code : | |
Area of Land : | |
Moukaranblpdc@gmail.com | |
Mobile |